ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫ ১৪:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার
চট্টগ্রাম: সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে বেলাল হোসেন নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মীরেরহাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বেলাল হোসেন স্থানীয় জয়নাল উকিল বাড়ির আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপরাধে বাধা দিত বেলাল। সে কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের সবাইকে চিনত সে। রাতের বেলা বাজারেই থাকত এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত। বাজারের দক্ষিণ পাশে পাকা মেঝেতে কম্বল মোড়ানো অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে ছিল। গাছের টুকরো দিয়ে পেটানোর কারণে তার কান ছিঁড়ে গেছে। ঘুমন্ত অবস্থায় মাথায় গাছের টুকরো দিয়ে আঘাত করা হয়।
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম জানান, বাজারে চুরি-ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসাও চলে। শনিবার রাতে বাজারের সিএনজি চালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়, যা শেষ হয় প্রায় রাত একটার দিকে। ধারণা করা হচ্ছে, এরপর গভীর রাতে বেলালকে হত্যা করা হয়েছে। সারা রাত বাজারে হাঁটাহাঁটি করে চিৎকার করত, যার ফলে চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীরা অপকর্ম করতে পারতো না। তাই বেলালকে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এখনো আসামি শনাক্ত করা যায়নি।