ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নির্বাচন বানচাল করা বা পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ১৪:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১ বার


নির্বাচন বানচাল করা বা পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। নির্বাচন বানচাল করা বা পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ হওয়া। এখন একটি নির্বাচিত সরকারের খুব দরকার। 

সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। 

বিএনপির মহাসচিব বলেন, একাত্তরে আমাদের হাজার হাজার নিরাপরাধ ভাইদের হত্যা করা হয়েছে। তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়ে ছিল। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব! সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

তিনি বলেন, আজ দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে। গ্রাস করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুভূতি বিক্রি করে তারা এসব কাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে।

এসময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য মনসুর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন৷


   আরও সংবাদ