ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাসে দুর্বৃত্তের আগুন পুড়ে মারা গেলেন চালক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৫ বার


বাসে দুর্বৃত্তের আগুন পুড়ে মারা গেলেন চালক

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সোমবার (১১ নভেম্বর) শেষ রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস স্থানীয় কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় বাসে তল্লাশি চালিয়ে সিটে পড়ে থাকা অগ্নিদগ্ধ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


   আরও সংবাদ