ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
(১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রতি দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীসহ আটটি দল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে এই দাবিকে অযৌক্তিক এবং আন্দোলনকে ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’ হিসেবে দেখছে বিএনপিসহ অনেক দল। বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে আসছে।
এর মধ্যে আবার জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ঠিক করার কথা রয়েছে বৃহস্পতিবার। দিনটিকে ঘিরে কথিত লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের এই কর্মসূচি ঘিরে কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটছে।
এর মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু ক্যাডার জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।
এমনই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।