ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫ ১৫:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৪০ বার
খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ ভিওআইপির সরঞ্জামসহ দুই চীনা নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— জিয়াং চেংটং (৩৩), ট্যাং টংউ (৩২) এবং তাদের সহযোগী মো. আসিফ উদ্দিন (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রামগড়ের ৪নং ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় কক্ষ থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপসহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, দুই চীনা নাগরিকসহ আটক তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি দুটি মামলা হয়েছে।