ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিল দুর্বৃত্তরা

সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি সরকারি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়।

রোববার (১৬ নভেম্বর) ভোররাত ৩টার দিকে দুইটি পৃথকস্থানে এই ঘটনা ঘটে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অ্যাম্বুলেন্স ও বাস সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, পেট্রোল ছিটিয়ে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত এসে হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
pic

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ডিউটিতে থাকা জুনাইদ আহমদ জানান, হাসপাতালের অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের খবর তারা পান রাত ৩টা ১৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার ফাইটাররা স্টেশনে ফেরেন ৩টা ৪৮ মিনিটে।

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সের আগুন নেভানোর পর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে একটি ইউনিট পাঠানো হয়, যারা ভোর ৪টা ৩০ মিনিটে স্টেশনে ফিরে আসে।

কুমারগাঁও বাসস্ট্যান্ডের শ্রমিকরা জানান, ভোররাতেই অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়।

ফায়ার ফাইটার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল এবং এটি সম্পূর্ণ পুড়ে গেছে। কুমারগাঁও স্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল, তার আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে।


   আরও সংবাদ