ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘আদি নববর্ষ’ উদযাপন শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪২ বার


‘আদি নববর্ষ’ উদযাপন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আদি নববর্ষ উদযাপন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে। 

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ‘রং তুলিতে নবান্ন’ অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়েছে। 

আনন্দ শোভাযাত্রায় বাংলার লোকজ সমাজের সংস্কৃতিক উপাদান উপস্থাপন করা হয়েছে। এছাড়া কয়েকটি মোটিফও প্রস্তুত করা হয়েছে। 

বিকেল ৩টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাকসুর সভাপতি সাদিক কায়েম। আরও উপস্থিত থাকবেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মু. মহিউদ্দিন খান প্রমুখ। 


   আরও সংবাদ