ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫ ০৮:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৬ বার


পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনার আতাইকুলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে আতাইকুলা ইউনিয়নের দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোছাঃ আনজিলা খাতুন বাদী হয়ে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাস ফেরত জহুরুল সরদারের সঙ্গে আসামিদের জমি-সংক্রান্ত বিরোধ ছিল। প্রায় এক মাস আগে জহুরুল মালয়েশিয়া থেকে উপার্জিত টাকা দিয়ে আরও তিনজনের সঙ্গে যৌথভাবে ৬০ শতাংশ জমি ক্রয় করেন এবং জমি বিক্রয়ের দায়িত্ব দেন ওজেল নামের এক ব্যক্তিকে। কিন্তু ওজেল ও বিবাদীরা যোগসাজশে জমি বিক্রি করে টাকা সঠিকভাবে বণ্টন করেননি। এরই জের ধরে প্রবাসীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

 

অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি, জিআই পাইপসহ ৮–১০ জনের একটি সশস্ত্র দল জহুরুল সরদারের বাড়ির গেট ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা আনজিলা খাতুন ও তার ১৬ বছরের মেয়ে সুর্বনা খাতুনকে ভয়ভীতি প্রদর্শন করে চুপ থাকতে বাধ্য করে। পরে ঘরের আলমারি ভেঙে প্রায় ৪ লাখ টাকা ও মেয়ের জন্য বিদেশ থেকে আনা ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া আসামিরা বসত বাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

 

আনজিলা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালানোর সময়ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, “দক্ষিণ কুচিয়ামোড়া এলাকায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এদিকে এই ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। তদন্ত শেষে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

 


   আরও সংবাদ