স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫ ২০:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার
স্টাফ রিপোর্টার:
উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার প্ল্যাটফর্ম SBCH (Social Business & Community Hub)–এর আনুষ্ঠানিক কার্যক্রম দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছে। গত ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে মতিঝিলি SBCH এর কার্যালয়ে এই উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dainik Pujibazar এর সম্পাদক জনাব শোয়েব মজুমদার, Daily Bortoman Kotha মাল্টিমিডিয়া নিউজ এডিটর মু.হাসান আল মামুন, The Bongo Times এর নিউজ এডিটর স্বপ্নীল হাসান, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এন্ড সিইও মোক্তার আরেফিন, প্রজেক্ট সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণমাধ্যমব্যক্তিবর্গ।
দোয়া ও উদ্বোধনী আলোচনায় অতিথিরা SBCH–এর যাত্রাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন এবং নৈতিক, আধুনিক ও ইতিবাচক উদ্যোক্তা উন্নয়নে প্ল্যাটফর্মটির ভূমিকা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী বক্তব্যে সিইও মোক্তার আরেফিন বলেন—
> “SBCH শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হবে নতুন উদ্যোক্তাদের জন্য একটি কমিউনিটি–ড্রাইভেন উন্নয়ন প্ল্যাটফর্ম। আমরা যাচাই–বাছাই করে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সামাজিক সেবা এবং ডিজিটাল ট্রেনিং–এর মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করব। সবার সহযোগিতা থাকলে SBCH খুব শিগগিরই একটি দেশের রোল মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে, ইন শা আল্লাহ। ”
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য স্বচ্ছতা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে সমাজ ও ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আনা।”
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানটির সফল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
SBCH কর্তৃপক্ষ জানায়, খুব শিগগিরই তারা নতুন প্রজেক্ট, সদস্যপদ কার্যক্রম, শিক্ষামূলক ও ট্রেনিং–বেইজড প্রোগ্রাম ঘোষণা করবে।