ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভি অ্যান্ড এফ) কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অগ্রসর হতে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি আরভি অ্যান্ড এফ কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশের সেবায় তাদের অবদানের প্রশংসা করেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর আরভি অ্যান্ড এফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাভারের আরভি অ্যান্ড এফ ডিপোতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান। আইএসপিআর জানিয়েছে, ডিপোতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আরভি অ্যান্ড এফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার। এ সময় সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর আরভি অ্যান্ড এফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল এস. এম. আসাদুল হক। সাভার আরভি অ্যান্ড এফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী তাকে কর্নেল কমান্ড্যান্ট র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।


   আরও সংবাদ