ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
যশোর: নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্থাপন করা আগাম প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে যশোরে স্থাপিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলে।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন জানিয়ে দেয়, আচরণবিধি কার্যকর হয়েছে এবং আগাম প্রচার সামগ্রী ব্যানার, ফেস্টুন, পোস্টার, গেট ও তোরণগুলো ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করতে হবে।
অন্যথায়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নির্দেশনার পর শনিবার সকাল থেকে যশোরে স্থাপন করা নির্বাচনমুখী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আগাম সামগ্রী অপসারণের কাজ শুরু হয়। সকালে নিজেদের সেইসব প্রচার সামগ্রী অপসারণ করেছে বিএনপি।
জেলা বিএনপির উদ্যোগে যশোর শহরের চৌরাস্তা মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়। একটানা সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে শহর এবং আশপাশের সকল এলাকা থেকে প্রচার উপকরণ সরিয়ে ফেলেন দলটির নেতাকর্মীরা।
এদিকে, জামায়াতসহ অন্য দলের নেতাকর্মীরাও তাদের প্রচার উপকরণ অপসারণ করে বলে জানান দলটির নেতারা।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, ‘তফসিল ঘোষণার পর শুক্রবার থেকেই আমরা প্রচার উপকরণ অপসারণে কাজ শুরু করি।’