ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ছেলে তারকা হোক, চাইতেন না শাহরুখ!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


ছেলে তারকা হোক, চাইতেন না শাহরুখ!

বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ২০২৫ সাল। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সাড়া ফেলেছে ওটিটি দুনিয়ায়। এরপর রাতারাতি নিজের পরিচিতি তৈরি করেছেন আরিয়ান।

কিন্তু একসময়ে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কখনওই পুত্রকে তারকা হতে দেবেন না।

 

‘দিলওয়ালে’ সিনেমা মুক্তির আগে এক সাক্ষাৎকারে, শাহরুখ এমনই একটি মন্তব্য করেছিলেন। কিন্তু সেই মন্তব্য আবারো আলোচনায় উঠে এসেছে।

কেন এমন মন্তব্য করেছিলেন শাহরুখ? অতীতে আর একটি সাক্ষাৎকারে শাহরুখ মন্তব্য করেছিলেন, পুত্র আরিয়ান যত দিন না তারকা হয়ে উঠছেন, তত দিন যেন তার নিজের খ্যাতি বজায় থাকে।

‘দিলওয়ালে’ সিনেমা মুক্তির আগের সেই সাক্ষাৎকারে এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল শাহরুখকে।

প্রথমে তিনি এই মন্তব্যের কথা স্বীকারই করেননি। দ্বিতীয়ত, কথা প্রসঙ্গে তিনি বলে বসেন, আমি আমার পুত্রকে কখনও আমার মতো তারকা হতেই দেব না। আগের মন্তব্যের পেছনে যুক্তি দিতে গিয়ে এই মন্তব্য করেছিলেন শাহরুখ।

 

পরে অবশ্য শাহরুখ জানিয়েছিলেন, তিনি মজা করে অনেক সময়ে নানা রকমের মন্তব্য করে থাকেন।

সেটাকে মজা হিসাবেই সবার গ্রহণ করা উচিত। এর মধ্যে কোনও গভীর অর্থ না খোঁজাই সমীচীন।

 

উল্লেখ্য, আরিয়ান ইতোমধ্যেই তারকা পরিচালকের তকমা পেয়ে গেছেন। যদিও তার সিরিজের অভিনেতাদের অধিকাংশের দাবি, আরিয়ান মাটির মানুষ। তারকাসন্তান হওয়ার বিন্দুমাত্র চিহ্ন নেই তার মধ্যে।

সবার সঙ্গে হাসিখুশি ভাবে কাজ করতে ভালোবাসেন তিনি।

 


   আরও সংবাদ