ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫ ২১:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬ বার
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়া যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম।
তিনি বলেন, সন্ধার পর হঠাৎ করেই ঘাট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলোয় অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় তিনটি ফেরি নোঙর করে আছে।