ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৩ বার


সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামে একটি পর্যটকবাহী জাহাজে আগুন লেগেছে। 
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্টমার্টিনগামী পর্যটক নিতে শনিবার সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি।

এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 


   আরও সংবাদ