ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নির্বাচন করতে পারেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০ বার


নির্বাচন করতে পারেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের।

তবে দলীয় ও জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন ঢাকা-১৭ এর পরিবর্তে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

 

বিএনপির পক্ষ থেকে আগে ঘোষণা দেওয়া হয়েছিল, এবারের নির্বাচনে একাধিক আসন থেকে কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই প্রার্থী হবেন। তবে সর্বশেষ আলোচনায় জানা যাচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিক আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন।


   আরও সংবাদ