ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকা-১১ মনোনয়ন ফরম জমা দিলেন নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫ ২০:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫ বার


ঢাকা-১১ মনোনয়ন ফরম জমা দিলেন নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (ডিসেম্বর ২৯) নাহিদ ইসলামের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক, সমর্থনকারী মো. সামীর হোসেনসহ এনসিপির নেতারা।

নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

 

জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা ঘোষণার পরপরই নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আতিকুর রহমান।


   আরও সংবাদ