ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফিরছেন জয়া আহসান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৭ বার


ফিরছেন জয়া আহসান

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিকমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির খবর জানিয়েছেন জয়া। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কি না- এমন কিছু উল্লেখ করা হয়নি।

 

 

ওপার বাংলার পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। শ্বেতার জীবনে তাড়া করে ফেরা অতীতের এক তিক্ত স্মৃতিকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে।

সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে শ্বেতা। এরপর থেকে তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকে একে একে শেষ করে দিতে চান তিনি।

 

‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার- এমন একটি সমস্যা যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এই রোগে আক্রান্ত মানুষদের। সিনেমাটি নিয়ে পরিচালক সৌকর্য ঘোষাল ভারতীয় গণমাধ্যমে জানান, এটি মূলত শিশুদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের ভাষা। শৈশবে হেনস্তার শিকার হওয়া শিশুরা যখন বিচার না পেয়ে আজীবন সেই স্মৃতি বয়ে বেড়ায়, সেই মানসিক যন্ত্রণার দিকটিই এখানে তুলে ধরা হয়েছে। 

পরিচালক আরও জানান, অনেক ক্ষেত্রে পরিবারও শিশুদের চুপ থাকতে বলে, যার ফলে অপরাধীরা সমাজে প্রকাশ্যে ঘুরে বেড়ায়।

শ্বেতার চরিত্রের মাধ্যমে সেই ক্ষোভ ও মানসিক বিপর্যয়ের প্রতিফলন দেখানো হয়েছে।

 

উল্লেখ্য, নির্মাতা সৌকর্য ঘোষালের সঙ্গে জয়া আহসানের এটি দ্বিতীয় কাজ। এর আগে তারা ‘ভূত পরী’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। 


   আরও সংবাদ