ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরমানের মনোনয়নপত্র বৈধ, মালিকের স্থগিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬ ১৬:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬ বার


আরমানের মনোনয়নপত্র বৈধ, মালিকের স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মীর আহমাদ বিন কাসেম আরমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

 

শনিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মালিকের মনোনয়নপত্র স্থগিত করেন।

তিনি জানান, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে সিলেট-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান।

 

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে নিজেকে ‘স্বশিক্ষিত’ এবং পেশা হিসেবে ‘কিছুই না’ উল্লেখ করেছেন।

তবে হলফনামা অনুযায়ী তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে।

তিনি বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার এবং ৬ হাজার ৭১০ ব্রিটিশ পাউন্ড থাকার তথ্য দিয়েছেন।

 

আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন, বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজার টাকা আয় করেন তিনি। পাশাপাশি বিদেশে থাকা নির্ভরশীলদের একই খাত থেকে বছরে ২০ হাজার পাউন্ড আয় দেখানো হয়েছে।

এছাড়া এম এ মালিকের নিজের নামে রাজধানীর বনানীতে একটি অ্যাপার্টমেন্ট এবং গ্রামের বাড়িতে যৌথ মালিকানার সম্পত্তি রয়েছে বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।


   আরও সংবাদ