ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫২ বার
সিলেট: ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও আশপাশের এলাকা। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।
এর উৎপত্তিস্থল ছিল সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পটির অবস্থান ছিল ২৬ দশমিক ৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজ্যটির রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের কেন্দ্র সিলেট অঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় সেখানে কম্পন তুলনামূলকভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে।
তবে ভোরে ভূমিকম্প হওয়ায় অধিকাংশ মানুষ তা টের পাননি। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।