ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬ ১৬:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনে বিকেল পৌনে চারটার দিকে বৈঠকে বসে সংস্থাটি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে রয়েছে চিফ অবজারভার ড. ইভারস ইজাবস, ডেপুটি চিফ অব অবজারভার ইনতা লেসি, লিগ্যাল এনালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী ও ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসঙ্ক।
প্রসঙ্গত, ইইউ আগেই জানিয়ে তারা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কবরে।