ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নীচের খবরও রাখেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


নীচের খবরও রাখেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুধু রাজনীতি নয় বরং মানুষের সমস্যার সমাধানই তার মূল ধ্যান ও তপস্যা। তারই অংশ হিসেবে ভবিষ্যতের পানি নিয়ে তার ভাবনা তুলে ধরেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন। 

তারেক রহমান বলেন, ‘‘পানির সমস্যা…এখন যেভাবে চলছে এভাবে যদি চলে আমার যতটুকু ধারণা আগামী ১০ থেকে ১৫ বছর হার্ডলি ২০ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গা থেকে আমরা পানি পাব না।

আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণরকম পলিউটেড। শীতলক্ষ্যা নদী ৫০ শতাংশের মতো পলিউটেড। এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে, কয়েকটা প্রজেক্টে কাজ হচ্ছে। কিন্তু এটার পানিও আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে পলিউটেড হয়ে যাবে।



“ঢাকা শহরে যে সাড়ে তিন কোটি মানুষের মতন মানুষ বাস করছে… এরা পানি পাবে না। পানির অপর নাম জীবন। সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এই রকম বিষয়গুলো নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত। সেটি সংসদে হোক, বিভিন্ন সেমিনারে হোক।

কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তবা হুইচ ইজ ভেরি আনওয়ান্টেড।”

 

এর আগে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘‘বাংলাদেশের অগ্রগতির জন্যে আগামীর চ্যালেঞ্জেস গুলো কি? আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এটা নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর অত আলোচনা করছি না। ক্লাইমেট চেঞ্জের যে কি ইমপ্যাক্ট হবে এটা অলরেডি আমরা কিন্তু কোস্টাল বেল্টে দেখতে পাচ্ছি। সো আমার অনুরোধ থাকবে, ক্লাইমেট চেঞ্জ ইউর ভেরি ইম্পর্টেন্ট প্রায়রিটি।

 

‘‘আরেকটা হচ্ছে আমাদের পানিসম্পদ। আমরা পৃথিবীর অন্যতম সম্পদশীল দেশ পানির ক্ষেত্রে। কিন্তু আমরা সমস্ত নদীকে দূষণ করছি। ইট ইজ কোয়াট ইনক্রিডেবল যে, আমরা কীভাবে নদী দূষণের দিকে যাচ্ছি এবং কিছুই করছি না। আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার এখন প্রায় ৮০/৯০ নিচে চলে গেছে... উই হ্যাভ টু এড্রেস ইট।”


   আরও সংবাদ