ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬ ১৫:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছেন। প্রতিবাদে ওই এলাকায় সড়ক অবরোধ করেছে জনতা।
রোববার (১১ জানুয়ারি) ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক সংঘর্ষের সময় ছোড়া গুলিতে ওই কিশোরী নিহত হয়। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তে ঘটনাটির পর ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম সকালে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে।
ঘটনাটির প্রতিবাদে রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করেছে জনতা। সেখানে সেনাবাহিনী, বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন টিম কাজ করছে।
তাদের দাবি, রোহিঙ্গা সমস্যা ও সরকারিভাবে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হোক।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
’
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে গোলাগুলিতে আহত হয়ে দেশ ছেড়ে পালিয়ে আসছেন আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার সদস্যরা।