ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
নারায়নগঞ্জের মদনপুরে ইডেন রিভার সিটিতে” প্রিন্সিপাল গ্রুপের গ্রহক সমাবেশ অনুষ্ঠিত
হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাবেক ডিজি জনাব ব্রিগেডিঢার জেনারেল (অঃ) ইঞ্চিনিয়ার আহমেদ খান।
প্রধান বক্তা কোম্পনীর ব্যবস্থপনা পরিচলক ও সিইও আলহাজ্জ কাজী মোঃ ওবায়েদ উল্লাহ
।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয় ডিপার্টমেন্ট অব অর্গানাইশেন
স্টটিজি এন্ড লিডারসশীপ বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ শরীয়উল্লাহ ও অধ্যাপক ড. আবু সয়েম, বিভাগীয় চেয়ারম্যান আইফপরসি ঢাকা বিশ^বিদ্যালয়, ড.মোঃ হারুন অর রশিদ, লেখক ও গবেষক ,পরিচালক রিহাব।।কোম্পানীর উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোহাদ্দীস কাজী মো. শরীফউল্লাহ, অধ্যক্ষ মও.
ড.বদিউল আলম সরকার প্রমুখ।দোয়া ও মোনাজাত করেন , বিশিষ্ট মিডিয়া ব্যাক্তত্ব, আলহাজ্জ ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান অধ্যাপক ড. একে এম ফজলুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান ডা. মোঃ হুমাউন কবির, কামল্ল দরবার
শরিফের পীর সাহেব আনম সাইফুর রহমান খন্দকর।এই গ্রাহক সমাবেশে ইডেন রিভার সিটির
সম্মানীত প্লট ক্রেতাদের মঝে প্লটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি বলেন বিশ^ায়নের চেলেঞ্জ মোকবেলা করে সুর্নিদিষ্ট কর্ম পকিল্পনা ও লক্ষ্য নির্ধারন করে
সততার সাথে ব্যবসা করলে ব্যবসায় সফলতা, মানুষের ভালবাসা ও আল্লাহর সন্তষ্টি পাওয়া যায়।
বক্তরা আরো বলেন, আমরা বিশ^াস করি প্রিন্সিপাল গ্রুপ তার কাংক্ষিত অগ্রগতির মধ্যমে দেশের
শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসবে সফলতার সথে এগিয়ে যাবে।
প্রিন্সিপাল গ্রুপ দেশ ও জনগনের কল্যানে ভূমিকা রাখুক।