ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সম্মিলিত ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


সম্মিলিত ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ

নব গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ নেবে সরকার। গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের আবাসন ও রেলওয়ে সেবা বাড়াতে এ টাকা ব্যবহার হবে। 

১০ বছর মেয়াদি সুকুকের মাধ্যমে সরকার এ অর্থ সংগ্রহ করবে। এ বিনিয়োগের বিপরীতে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংককে ৯.৭৫ শতাংশ হারে মুনাফা দেবে।

 

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এর আগে বুধবার (৭ জানুয়ারি) ও বুধবার (৮ জানুয়ারি) ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি দুটি সভা করে। এসব সভায় ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যুর বিষয়ে কমিটির সদস্যরা একমত হন।

সরকার ইজারা পদ্ধিতিতে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নিরমিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প ও বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত সুনির্দিষ্ট রেল সেবার বিপরীতে এ সুকক ইস্যু করা হবে।

সুকুকটি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী বুধবার (১৪ জানুয়ারি) এ সুকুক ইস্যু করবে।    

 

সম্মিলিত ইসলামী ব্যাংক যাত্রা শুরু করার পর এটাই বড় বিনিয়োগ। যা নির্ভরযোগ্য সরকারের সেবা খাতে ব্যবহার হবে।

 

ব্যাপক অনিয়মে বিপর্যস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে একিভুত করা হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করা ব্যাংক প্রথমেই সরকারের সেবা খাতে সুকুকের মাধ্যমে বিনিয়োগ করলো। এ বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত বিনিয়োগের (ঋণ বিতরণ) জায়গা পেল। পাশাপাশি ১০ বছর মেয়াদি বিনিয়োগ সুবিধা পাওয়ার কারণে বাড়তি মুনাফাও পাবে, যা নবগঠিত ইসলামী ব্যাংককে সামনে এগিয়ে যেতে শক্তি জোগাবে। 

ব্যাংকের বিপুল সংখ্যক কর্মীর বেতন-ভাতাসহ খরচ জোগাতে পুরাতন বিনিয়োগ তুলে খরচ করতে হবে না।

 

 

উল্লেখ্য, সুকুক (Sukuk) হলো ইসলামী অর্থনীতিতে একটি বিশেষ ধরনের ঋণপত্র বা বিনিয়োগ দলিল, যা ইসলামি শারিয়াহ অনুযায়ী তৈরি করা হয়। ইসলামী আইন অনুযায়ী সুদ নেওয়া বা দেওয়া হারাম, তাই সুকুক সুদের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।


   আরও সংবাদ