ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করতে হবে।

 


   আরও সংবাদ