ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ ১৬:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপলি করলেও ঋণ খেলাপের অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির চতুর্থ দিনে শুনানি গ্রহণ শেষে এমন সিদ্ধান্ত জানায় সংস্থাটি।
গত ২ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই করে ঋণ খেলাপের দায়ে টিএস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি ইসিতে আপিল করেছিলেন।