ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিথি।। জামালপুর শহর ও পূর্ব ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকালে শহরের শফির মিয়ার বাজার এলাকা থেকে শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈকত সালমানের নেতৃত্বে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা এলাকায় এসে শেষ হয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদীউল ইসলাম রাব্বী, সাবেক ছাত্রদল নেতা পপেল মাহমুদ, রাকিব হাসান, শান্ত ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের ত্যাগী ছাত্রদল নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি এবং ছাত্রলীগ দ্বারা সদ্য ঘোষিত জামালপুর শহর ছাত্রদলের কমিটি করা হয়েছে। এই অবৈধ কমিটি বাতিল না করা হলে আগামী দিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।