ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তরুণরাই আগামীর নেতৃত্ব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


তরুণরাই আগামীর নেতৃত্ব

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, পাবনা শহর শাখার উদ্যোগে এক বিশাল তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় পাবনা শহরের স্বাধীনতা চত্বর (মুক্তমঞ্চ)-এ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান জয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম হাবিবুল্লাহর সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন,

“তরুণ সমাজ হচ্ছে একটি জাতির সবচেয়ে বড় শক্তি। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পেছনে তরুণদের অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু আজকের তরুণ সমাজকে পরিকল্পিতভাবে নৈতিকতা ও আদর্শচ্যুত করার ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনোই সন্ত্রাস কিংবা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। শিবির বিশ্বাস করে গঠনমূলক, নৈতিক ও কল্যাণমুখী রাজনীতিতে। আমাদের লক্ষ্য হলো—আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করা, যারা জাতিকে একটি ইনসাফভিত্তিক সমাজ উপহার দিতে পারবে।”

 

তিনি তরুণদের উদ্দেশে বলেন, “শিক্ষা, চরিত্র ও আন্দোলনের সমন্বয়ই একজন আদর্শ ছাত্রনেতার পরিচয়। তোমাদেরকে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের তৈরি করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করাই ইসলামী ছাত্র আন্দোলনের মূল শিক্ষা।”

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখার সাবেক সফল সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, ইসলামি ছাত্র শিবির পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান এবং কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা। তারা তাদের বক্তব্যে তরুণ সমাজকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এসময় আরো বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাবেক শহর শাখার সভাপতি ও পাবনা পৌর জামায়াতে আমীর উপাধাক্ষ আবদুল লতিফ, শিবিরের 

শহর শাখার সাবেক সভাপতি ও পৌর জামায়াতে সাবেক আমীর অধ্যাপক রাকিব উদ্দিন, শহর শাখার সাবেক সেক্রেটারি ও পাবনা সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুর রব, ইসলামি ছাত্র শিবির পাবনা জেলা শাখার সাবেক অফিস সম্পাদক  ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল। 

 

সমাবেশে পাবনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক ছাত্র ও তরুণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই ধরনের তরুণ সমাবেশ তরুণদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

 


   আরও সংবাদ