ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
গণভোটের ব্যালট পেপারের ভাঁজের মধ্যে পড়েছে ধানের শীষ প্রতীক। এ নিয়ে বিএনপি আপত্তি জানানোর পরের দিন গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ ব্যাখ্যা তুলে ধরেন।
তিনি বলেন, আমি এখনই বিস্তারিত বলতে পারব না।
কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি একটি প্রতিনিধিদল এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপত্তি জানান।
বৈঠকের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টিকে উদ্দেশ্যমূলক আখ্যা দেন।
একইসঙ্গে তিনি বলেন, ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। তাই যে ব্যালটগুলো এখনো পাঠানো হয়নি সেগুলো সংশোধনের দাবি জানান।
ব্যালট সংশোধনের বিষয়ে ইসি সচিব বলেন, এটি নিয়ে মন্তব্য করা যাবে না। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।