ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেক্সিকোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১৯

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৪ ১৩:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


মেক্সিকোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১৯

মেক্সিকোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।  

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য কুলিয়াকানের রাজধানী সিনালোয়া থেকে প্রায় ১১ কিলোমিটার বাইরে ৩০ জনেরও বেশি বন্দুকধারী পুলিশের উপর গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

মেক্সিকোর পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, মাজাতারেন হাইওয়েতে বন্দুকধারীরা তাদের উপর গুলি শুরু করলে জবাব দেয় পুলিশ।  

 

রাজ্যের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারো রবেলস ক্যাসিলাস জানিয়েছেন, মাদক কারবারিরা ওই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই হামলা চালায়। পুলিশ ফেডারেল বাহিনীর সহযোগিতায় তাদের দমন করে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১৭ বন্দুকধারী নিহত হয়। আর বাকি দুইজন কাছাকাছি এক এলাকায় গিয়ে মাথার আঘাতে মারা যান।  

ঘটনাস্থল থেকে ১৬টি স্বয়ংক্রিয় রাইফেল, নয়টি হ্যান্ডগান ও একটি শটগান উদ্ধার করা হয়েছে। মেক্সিকোর এই অঞ্চলেই সবচেয়ে বেশি মাদকযুদ্ধ চলে। এখানেই সিনালোয়া চক্রের আধিপত্য।

এই ঘটনায় ফেডারেল এজেন্টদের হাতে আটক এক কার্টেল সদস্যকে এডউইন আন্তোনিও ‘এন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি কার্টেল গ্যাংয়ের কিংবদন্তি সহপ্রতিষ্ঠাতা ইসমায়েল এল মায়ো জাম্বাদার নেতৃত্বে সিনালোয়া কার্টেল দলের স্থানীয় নেতা।


   আরও সংবাদ