ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫ ১২:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ইএসজিএসের বরাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম তাদের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নারায়ণগঞ্জের  রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ১০ কিলোমিটার।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বেশ ভালো সময় নিয়ে ভূমিকম্প ছিল। ভালো কম্পন হয়েছে। নারায়ণগঞ্জের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি।

আতঙ্ক, আসছে ক্ষয়ক্ষতির খবর
এদিকে ভূমিকম্পে ঢাকাসহ কিছু এলাকায় ভবন হেলে পড়া, দেয়ালে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর আসছে।

ভূমিকম্পের কারণে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বা আঙিনায় বেরিয়ে আসেন।

আতঙ্কে হলের বাইরে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা মোবাইল ফোনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের খবর নেন।


   আরও সংবাদ