ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার

কার্যনির্বাহী পরিষদের ১১তম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫ ২৩:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৭ বার


কার্যনির্বাহী পরিষদের ১১তম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদের ১১তম জরুরি সভা আজ ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর মিরপুরের সুন্দরবন ভবনে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

সভায় আগামী বছরের বার্ষিক বনভোজন ২০২৬ আয়োজন, বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর প্রস্তুতি এবং সমিতির চলমান ও ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। নির্বাহী পরিষদের সদস্যরা এসব বিষয়ে মতামত প্রদান করেন এবং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সমিতির সভাপতি এম. এ. সালামের অনুপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।

সভায় কোষাধ্যক্ষ লায়ন আফসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ হোসেন সালাউদ্দিন, নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম, দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ (খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য)সহ অধিকাংশ নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ