ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫ ২০:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৭ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ডিসেম্বর) সরকারী ইসলাসপুর কলেজের উদ্যোগে শিক্ষক পরিষদ এই আলোচনা সভা আয়োজন করে। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আহাম্মদ আলী।
পদার্থ বিজ্ঞান বিভাগীয় প্রধান মিনাক্ষী প্রসাদ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম, প্রভাষক মুুহাম্মদ তাজুল ইসলাম,রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান কামরুন্নাহার, আইসিটি বিভাগীয় প্রধান মো: মঞ্জুরুল হক, প্রভাষক আরিফুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে উল্লেক করেন। পরে শহিদ বুদ্ধিজীবী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।