স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ ২১:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৭ বার
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে এশিয়ান জার্নালিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস এক্টিভিস্ট ফোরাম (এজেএইচআরএফ)-এর আয়োজনে আজ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিজয় দিবস উদযাপন, বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার এবং সাংবাদিকতার আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকারে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ভাবগম্ভীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জনপ্রশাসন সচিব এ এফ এম সোলাইমান, সাবেক সিনিয়র সচিব মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খান এবং বীর মুক্তিযোদ্ধা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সরওয়ার্দী, বীর বিক্রম।
অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান করা হয় এস এম হুমায়ুন পাটওয়ারীকে। তিনি কানাডা বিএনপি (ওয়েস্ট)-এর জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং ইন্টারন্যাশনাল মাইগ্র্যান্ট ফাউন্ডেশন (আইএমএফ)-এর সেক্রেটারি জেনারেল হিসেবে দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট—লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও উপদেষ্টা—লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্যসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, স্কাউট গাইড ফেলোশিপ এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সদস্য হিসেবেও পরিচিত।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।