ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নাজমুলকে শোকজ, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬ ১৩:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


নাজমুলকে শোকজ, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বোর্ড সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্য নিয়ে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। মন্তব্যগুলো ঘিরে সৃষ্ট উদ্বেগের জন্য দুঃখ প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদারিত্ব এবং খেলার মূল্যবোধ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে এমন বিষয়গুলো নির্ধারিত নিয়ম-কানুন ও পেশাদার নির্দেশনা অনুসরণ করেই নিষ্পত্তি করা তাদের দায়িত্ব। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বোর্ড সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়ার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০২৬ এখন শেষ পর্যায়ে রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেটে বিশেষ গুরুত্ব বহন করে বলে উল্লেখ করেছে বিসিবি।

 

বিসিবি আরও জানিয়েছে, বিপিএলসহ বোর্ডের অধীন সব ক্রিকেট কার্যক্রমে ক্রিকেটাররাই প্রধান অংশীজন ও মূল চালিকাশক্তি। বোর্ড আশা প্রকাশ করেছে, খেলোয়াড়রা তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতার পরিচয় দিয়ে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবেন এবং বিপিএল নির্বিঘ্নে শেষ হবে।


   আরও সংবাদ