ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬২ বার
মুহাম্মদ (সা.) শেষ নবী
ইরশাদ হয়েছে, ‘মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল ও শেষ নবী। আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।’ (সুরা আহজাব, আয়াত : ৪০)
সকাল-সন্ধ্যা আল্লাহর মহিমা ঘোষণা করো
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।’ (সুরা আহজাব, আয়াত : ৪১-৪২)
পরকালে মুমিনরা সালাম দ্বারা অভিবাদিত হবে
ইরশাদ হয়েছে, ‘যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন উত্তম প্রতিদান।’ (সুরা আহজাব, আয়াত : ৪৪)
মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ
ইরশাদ হয়েছে, ‘আপনি মুমিনদের সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা অনুগ্রহ।’
(সুরা আহজাব, আয়াত : ৪৭)
মানুষের দেওয়া কষ্ট উপেক্ষা করো
ইরশাদ হয়েছে, ‘তুমি অবিশ্বাসী ও মুনাফিকদের কথা শুনো না, তাদের নির্যাতন উপেক্ষা করো এবং নির্ভর করো আল্লাহর ওপর। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।’