ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইজতেমার তারিখ নিয়ে তাবলিগ জামাতের সঙ্গে বসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৪ বার


ইজতেমার তারিখ নিয়ে তাবলিগ জামাতের সঙ্গে বসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করতে তাবলিগ জামাতের দুই গ্রুপকে (জোবায়ের ও সাদ) নিয়ে বসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৪ নভেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা ডাকা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাবলিগ জামাতের দুই গ্রুপকে (জোবায়ের ও সাদ) নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

এর আগে, ২২ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।


   আরও সংবাদ