ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোজা রেখে চোখে ড্রপ বা ওষুধ দেওয়া যাবে?

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৭১ বার


রোজা রেখে চোখে ড্রপ বা ওষুধ দেওয়া যাবে?

অপরাধ ডেস্ক: প্রশ্ন: রোজা রেখে চোখে ড্রপ বা ‌ওষুধ দেওয়া যাবে?

উত্তর: রোজা রেখে চোখে ড্রপ বা ওষুধ দেওয়া যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা ভঙ্গের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোন কিছু প্রবেশ করা। চোখ স্বাভাবিক প্রবেশপথ নয়।

তথ্যসূত্র: বায়হাকি শরিফ, হাদিস নং-৮৫১২, ফাতহুল বারি, খণ্ড-৪, পৃষ্ঠা-২০৭, ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-২০৩, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৩৯০

উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান ও
সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা


   আরও সংবাদ