ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঈদের ছুটি বাড়ানোর দাবি নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬০৭ বার


ঈদের ছুটি বাড়ানোর দাবি নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক: ঈদের ছুটি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরের কালশীতে বিক্ষোভ চলছে পোশাক শ্রমিকদের। আজ  সোমবার (১০ মে) সকাল ৯টার দিকে শুরু হয় এ শ্রমিক  বিক্ষোভ।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, পোশাক কারখানায় সারা বছর ছুটি হয় না তাদের। ফলে বছরজুড়ে দুই ঈদের জন্য অপেক্ষায় থাকেন তাঁরা। দুই ঈদেই কেবল গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ হয়। তাছাড়া ঈদে ছুটি পাবেন বলে বাড়তি কাজও করতে হয় তাঁদের। কিন্তু এবছর মাত্র তিন দিন ঈদের ছুটি দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, তিন ঈদের ছুটিতে তাঁদের কোনো লাভ নেই। তাই অন্তত এক সপ্তাহ ছুটির দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব খান বলেন, ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে সাত দিনের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। 


   আরও সংবাদ