ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কোরআনের বাণী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৪৮ বার


কোরআনের বাণী

ইসলাম: ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাও

ইরশাদ হয়েছে, ‘সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের ওপর অবিচার করেছি। সুতরাং আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।’

(আয়াত : ১৬)

 

অপরাধকারীদের সাহায্য কোরো না

ইরশাদ হয়েছে, ‘সে আরো বলল, হে আমার প্রতিপালক, আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছেন, তাই আমি কখনো অপরাধীদের সাহায্য করব না।’

(আয়াত : ১৭)

 

বিপদে আল্লাহর কাছে সাহায্য চাও

ইরশাদ হয়েছে, ‘যখন মুসা মাদায়েনের পথে যাত্রা করল তখন সে বলল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করবেন।’

(আয়াত : ২২)

 

নারীরা শালীনভাবে চলাফেরা করবে

ইরশাদ হয়েছে, ‘নারীদ্বয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এলো।’

(আয়াত : ২৫)

 

শ্রমিক হবে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য

ইরশাদ হয়েছে, ‘তাদের একজন বলল, হে পিতা, আপনি তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিন। কেননা আপনার শ্রমিক হিসেবে সেই উত্তম, যে শক্তিশালী ও বিশ্বস্ত।’

(আয়াত : ২৬)


   আরও সংবাদ