ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৭৪ বার


ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইক।’ ধর্মপ্রাণ মুসল্লির হাজারো কণ্ঠের ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফাত ময়দান।

 
করোনা সময়ে দ্বিতীয় বছরের মতো এবারও সীমিত পরিসরে হজ পালিত হচ্ছে। অবশ্য গত বছরের তুলনায় এবারে শর্তসাপেক্ষে বেশি সংখ্যক মানুষকে অনুমতি দেওয়া হয়েছে। সারা বিশ্ব থেকে হজ করতে আগ্রহী এমন সাড়ে ৫ লাখেরও বেশি আবেদন অনলাইনে জমা পড়ে।

লটারির মাধ্যমে ১৫০ দেশের মাত্র ৬০ হাজার মানুষকে এবারে হজ করার অনুমতি দেওয়া হয়। হজের জন্য করোনার দুই ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক। আগের বছরও বিধিনিষেধের মধ্যে ১ হাজার মুসলিমকে হজ পালনের সুযোগ দেওয়া হয়।  


   আরও সংবাদ