ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে শতভাগ চিকিৎসা সেবার মানোন্নয়ন ঘটাতে হবেঃ খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৮৯ বার


উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে শতভাগ চিকিৎসা সেবার মানোন্নয়ন ঘটাতে হবেঃ খাদ্যমন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটাতে সারা দেশের উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে শতভাগ চিকিৎসা সেবার মানোন্নয়ন ঘটাতে হবে। কোভিট-১৯ মোকাবেলায় সরকার প্রধান প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি বিশে^র বিভন্ন দেশ থেকে করোনা ভ্যাকসিন আসার প্রক্রিয়া অব্যহত রেখেছেন। অচিরেই তিনি দেশের সর্বস্তরের সকল জনগনকে ভ্যাকসিনের আওতায় আনতে চান।

রবিবার বেলা সাড়ে ১১টায় অনলাইনে জুম এ্যাপসের মাধ্যমে যুক্ত হয়ে তিনি নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ কথাগুলি বলেন। এসময় সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, ডা: রুহুল আমিন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী উপস্থিত থেকে অনলাইনে যুক্ত হয়ে সভায় বক্তব্য প্রদান করেন।


   আরও সংবাদ