ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৯৬ বার
চিকিৎসা:- সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে লিপি ওসমানকে। সেখানে নিউরো মেডিসিন ও অর্থপেডিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্ত্রীর আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জবাসী ও দেশের মানুষের কাছে দোয়া ‘ভিক্ষা’ চেয়েছেন শামীম ওসমান।
সোমবার টেলিফোনে স্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমান জানিয়েছেন, এমআরআই করার পর লিপি ওসমানের প্রকৃত সমস্যা নিরূপণ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে যে যেখানে আছেন, সবার কাছে দোয়া চাচ্ছি লিপির জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে।
উল্লেখ্য, দেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবার ওসমান পরিবারের পুত্রবধূ ও এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি করোনা সংকটের প্রথম ধাপ থেকেই নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালে জেলার অসংখ্য পরিবারকে প্রকাশ্যে-গোপনে সাহায্য করে মানবতার বহু উদাহরণ সৃষ্টি করে ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন লিপি ওসমান।
করোনার প্রার্দুভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে। অনেকে তাকে মোবাইলে কল করে কিংবা ক্ষুদেবার্তা প্রেরণ করেও অসহায়ত্বের কথা বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে সেই অসহায় মানুষের বাসায় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সহায়তা দিয়েছেন।