স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২১ ১৮:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৬২ বার
কামরুল হাসান, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডবের পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের পূজায় সরকারের দেয়া নির্দেশনাবলী মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়াও পুলিশ, আনসার ও ভিডিপি, বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিস সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়।