ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

করোনা শনাক্ত ২৩ কোটি ৯০ লাখ, মৃত্যু ৪৮ লাখ ৭২ হাজার

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২১ ০৯:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৬৪ বার


করোনা শনাক্ত ২৩ কোটি ৯০ লাখ, মৃত্যু ৪৮ লাখ ৭২ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৫ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার জন। মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৯০ লাখ ১০ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৭২ হাজার ৪৪২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৬২ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৬০৬ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৯৯১ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ২৬৬ জনের।
 


   আরও সংবাদ