ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পবিত্র রমজান ও ঈদের তারিখ জানাল বিশেষজ্ঞরা

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২১ ০১:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৩২ বার


পবিত্র রমজান ও ঈদের তারিখ জানাল বিশেষজ্ঞরা

আগামী পবিত্র রমজান ও ঈদুল ফিতর সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী রমজান মাস ২০২২ সালের এপ্রিলে শুরু হবে। ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান মাস শুরু হবে।

গাল্‌ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের দাবি- এপ্রিল ২০২২-এর কাছাকাছি সময়েই পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হবে বলে আশা করা হচ্ছে। আর তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী বছরের এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।

তিনি আরও বলেন, হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেছন তিনি।
 


   আরও সংবাদ