বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০৬ বার
ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ দলের একাংশ দেশে ফিরেছে গত শুক্রবার। তবে এবারের ফেরাতে রাখঢাকের ছিল না কিছুই। যতটা গণমাধ্যমের ক্যামেরা আর সমালোচকদের এড়িয়ে মুখ লুকিয়ে বিমানবন্দর ছাড়েন ক্রিকেটাররা।
তবে ক্রিকেটারদের ওই বহরে ছিলেন না ওপেনার লিটন দাস, অধিনায়ক মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ।
এ চারজন তাদের পরিবারের সঙ্গে দুবাইয়ে কয়েক দিন ছুটি কাটাচ্ছেন। পাকিস্তান সিরিজের অনুশীলনের আগেই দেশে ফিরবেন তারা।
দুবাইয়ে ছুটি বেশ ভালোই উপভোগ করছেন জাতীয় দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম। স্ত্রী-সন্তানসহ সোমবার রাতে স্বর্ণের বাজারে দেখা গেল পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্যকে।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দেরা দুবাইকে ল্যান্ড অব গোল্ড বা সোনার দেশ বলে পরিচিত। দুবাইয়ে এসে এই এলাকায় গিয়ে স্বর্ণের দোকানগুলো ঘুরে যাননি এমন পর্যটক মেলা মুশকিল।
আর সবার মতো মুশফিকও স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি ও ছেলে মায়ানসহ ঘুরে গেলেন বাহারি ডিজাইনের সোনার গহনায় মোড়ানো চোখ ধাঁধানো সব দোকানে।
যা সাংবাদিকদের চোখ এড়ায়নি। দুবাইয়ে স্থানীয় সময় সোমবার রাত ৮টায় স্ত্রী ও সন্তানকে নিয়ে দেরা দুবাইয়ে গেলেন মুশফিক। দুবাইয়ের নামকরা স্বর্ণের দোকান গোল্ড সোক মার্কেটের মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডস দোকান থেকে কেনাকাটা সারেন তিনি।
এ সময় দেশের এক গণমাধ্যমের সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তারকা বলেন, ‘হ্যা আমি মুশফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি।’
এরপর মাস্ক খুলে সাংবাদিকের সঙ্গে ছবিও তুলেন মুশফিক। এ সময় ছেলে শাহরুজ রহীম মায়ানকে কোলে তুলে সেলফি তুলেন মুশফিক।