বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২১ ২১:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯২ বার
লিটন-মুশফিকের ব্যাটিং ঝলকে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের পুঁজি গড়ে ফেলেছে টাইগাররা।
তবে আলোর স্বল্পতার কারণে অবশ্য প্রথম দিন খেলা কম হয়েছে ৫ ওভার। হয়নি পুরো ৯০ ওভার খেলা। ৮৫ ওভার শেষে পর্যাপ্ত আলো না থাকায় শেষ দিকে বন্ধ হয়ে যায় ম্যাচ। পরে আর খেলা শুরু করা যায়নি। সেখানেই শেষ হয়ে যায় প্রথমদিনের খেলা।
এ কারণে আগামীকাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে খেলা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও খেলার শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। আজকের ক্ষতিটা পুঁজি নিতে আগামীকাল ৯টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুদল।
১১৩* রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন লিটন। ২২৫ বলের দুরন্ত এ ইনিংসটি সাজান তিনি ১১ বাউন্ডারি ও এক ছক্কায়। ৮২* অপরাজিত থেকে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিক। ১৯০ বল খরচ করে ১০ বাউন্ডারিতে নজরকাড়া এ ইনিংস খেলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েছেন ২০৪* রানের চোখ ধাঁধানো অবিচ্ছিন্ন পার্টনারশিপ।