ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২১ ১১:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৩০ বার
ওমিক্রন সংক্রমণ ঠেকাতে করোনার দুই ডোজ টিকাও যথেষ্ট নয়। সম্প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। এ সংবাদ দিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের ওমিক্রন ও ডেল্টা আক্রান্ত রোগীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমনটাই দেখেছেন। নতুন ধরন ঠেকাতে দুই ডোজ টিকা অপেক্ষাকৃত কম কার্যকরী। কিন্তু তৃতীয় বুস্টার ডোজ করোনার যেকোনো উপসর্গে আক্রান্ত হওয়া থেকে প্রায় ৭৫ ভাগ সুরক্ষা দেয়। এমন মত বিজ্ঞানীদের।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি তাদের প্রতিবেদনে হিসাব করে দেখিয়েছে করোনার নতুন ধরনের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর। ৫৮১ জন ওমিক্রন ও কয়েক হাজার ডেল্টা রোগীর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সীমিত তথ্য-উপাত্ত নিয়ে বিশ্লেষণে দেখা গেছে, নতুন ধরনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের দুই ডোজ টিকার কার্যকারিতা কমে গেছে। তবে বুস্টার ডোজ করোনার যেকোনো উপসর্গের বিরুদ্ধে প্রায় ৭৫ ভাগ সুরক্ষা দিয়েছে।
মডার্না ও জনসনের টিকার ক্ষেত্রে বিশ্লেষণের মতো যথেষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে টিকা দুটির ক্ষেত্রে ফলের খুব বেশি পরিবর্তন হবে, এমনটি ভাবার কারণ নেই। অবশ্য যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে, হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হতো-এমন গুরুতর কোভিড রোগীদের ক্ষেত্রে টিকা ভালো সুরক্ষা দেখিয়েছে।