ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২১ ০৯:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৩০ বার


কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড!

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে দেশটির টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্ঘাত স্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন, বোর্ড কি কোহলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? যদি নেয়, তা হলে কবে?

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে এই সম্ভাবনা কম। অধিনায়কত্ব নিয়ে যতই বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির বক্তব্যের বিরোধিতা করুন, যতই গোটা বিসিসিআই তার বিরুদ্ধে চলে যাক, বোর্ড দেখে-শুনে পা ফেলতে চাইছে।

জানা যাচ্ছে, বুধবার কোহলির বিস্ফোরক সংবাদ সম্মেলনের পরেই সৌরভ, বোর্ড সচিব জয় শাহসহ বিসিসিআই-এর শীর্ষ কর্মকর্তারা জুম কলে একটি বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, বোর্ডের পক্ষ থেকে এই ইস্যুতে এখনই কোনো সংবাদ সম্মেলন করা হবে না, বা বিবৃতি দেয়া হবে না। সেই কারণেই বৃহস্পতিবার সৌরভকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা ব্যাপারটা দেখব। বিষয়টা বোর্ডের ওপর ছেড়ে দিন।’

এখানে তিনটি বিষয় বিবেচনা করা হচ্ছে।

এক, এটা শুধু ভারত অধিনায়ক, বা ভারতীয় বোর্ডের কর্তাদের নয়, বিশ্বের কাছে ভারতীয় ক্রিকেটের সম্মান, ভাবমূর্তির প্রশ্ন। তাই বিদেশ সফরের মাঝপথে বড় পদক্ষেপ নিলে দলের মনোবল নষ্ট হতে পারে। খেলায় তার প্রভাব পড়তে পারে। বোর্ড এখনই এই রাস্তায় যেতে চাইছে না।

দুই, দক্ষিণ আফ্রিকা এখন আর আগের মতো শক্তিশালী নেই। ফলে কোহলিদের জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বোর্ড কর্তারা মনে করছেন, এক বার কড়া কোনো পদক্ষেপ নেয়ার পরে দল যদি জিতে যায়, কোহলি যদি সিরিজে দু’-একটি শতরান করে দেন, সেটা বোর্ডের পক্ষেই ব্যুমেরাং হয়ে যাবে। বোর্ড সেই ঝুঁকি নিতে চাইছে না।

তিন, সাধারণত চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার বোর্ড বা কর্তাদের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক মন্তব্য করতে পারেন না। কিন্তু এখানে কোহলির হাতে অস্ত্র রয়েছে। তিনি নিজে থেকে সংবাদ সম্মেলন ডাকেননি, কোনো বিবৃতিও দেননি। বোর্ডেরই ডাকা সংবাদ সম্মেলনে তিনি হাজির হয়েছিলেন। তাকে যে রকম প্রশ্ন করা হয়েছিল, তিনি তার সে রকম উত্তর দিয়েছিলেন। আইন বা নীতির দিক দিয়েও কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কতটা যুক্তিযুক্ত হবে, সেটিও না কি আলোচিত হয়েছে বুধবারের জুম কলে।

ফলে অন্তত দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত কোহলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার সম্ভাবনাই জোরালো বলে মনে করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার


   আরও সংবাদ